মালদা

এক ব্যাক্তিকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুস্কৃতিদের হাতে আক্রান্ত বাবা ও ছেলে

কীর্তন শুনে বাড়ি ফেরার পথে দুস্কৃতিদের হাতে আক্রান্ত বাবা ও ছেলে। আহত বাবা রতন পাল ও ছেলে রিপন পাল আশঙ্খাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার স্কুল পাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার রাত্রিবেলা স্থানীয় একটি মন্দির থেকে কীর্তন  শুনে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল বাবা ও ছেলে। সেই সময় পেছন থেকে তিন দুস্কৃতি রতন বাবুর গাড়িতে ধাক্কা মারে। মোটরবাইক থেকে রতন বাবু ও তার ছেলে পরে যায়। সেই সময় দুস্কৃতিদের সঙ্গে বাবা ও ছেলের বচসা শুরু হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে রতনকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে দুস্কৃতিরা। ঘটনায় ছেলে বাবাকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুস্কৃতিরা কোপাতে থাকে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে আসতেই দুস্কৃতিরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত বাবা ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্খাজনক থাকায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আহতর পরিবারের পক্ষ থেকে মালদা থানায় তিন দুস্কৃতির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।